সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪

শিরোপা লড়াইয়ে হোঁচট খেয়েছে বার্সেলোনা,আতলেতিকো


রুহুল আমীন,ঢাকা: লা লিগার শিরোপা লড়াইয়ে হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ।রোববার রাতে লেভান্তের মাঠে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।

পরের ম্যাচে জিতে আতলেতিকোর সুযোগ ছিল শীর্ষে ওঠার। কিন্তু নিজেদের মাঠে সেভিয়ার সঙ্গে একই ব্যবধানে ড্র করে তারাও।শনিবার রিয়াল বেতিসকে ৫-০ গোলে উড়িয়ে দেয়া রিয়াল মাদ্রিদ তাই এই দুই প্রতিদ্বন্দ্বীর এক পয়েন্টের ব্যবধানে এসে পড়েছে।

এগিয়ে গিয়ে উদযাপন লেভান্তের ফুটবলারদের। এগিয়ে গিয়ে উদযাপন লেভান্তের ফুটবলারদের। বার্সেলোনাকে সমতায় ফেরান অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে।

বার্সেলোনাকে সমতায় ফেরান অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে। লেভান্তের মাঠে দশম মিনিটে কর্নার থেকে চেক ডিফেন্ডার লুকাস ভায়ান্ত্রার দুর্দান্ত হেড পিছিয়ে দেয় বার্সাকে।

তবে ৯ মিনিট পরই কর্নার থেকে হেডে গোল করে স্প্যানিশ চ্যাম্পিয়নদের সমতায় ফেরান অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে।

কিন্তু এরপর বেশ কিছু সুযোগ নষ্ট করায় জয়সূচক গোলের দেখা পায়নি বার্সা। বিশেষ করে ৬৩ মিনিটে লিওনেল মেসির ‘মিস’ ছিল অমার্জনীয়।

বক্সের একটু বাইরে প্রায় ফাঁকায় বল পেলেও গোল করতে পারেননি চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। এর তিন মিনিট আগে মেসির শট দারুণ কৃতিত্বে ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক কিলোর নাভাস। চাভির ফিরতি শট রুখে দেন অধিনায়ক হুয়ানফ্রান।

শেষ পর্যন্ত ডিফেন্ডারদের দৃঢ়তায় বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগকে রুখে দিয়ে একটি মূল্যবান পয়েন্ট পাওয়ার আনন্দে মেতে ওঠে লেভান্তে।পরের ম্যাচে নিজেদের ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে ম্যাচের শেষের দিকে পেনাল্টি থেকে গোল খেয়ে ড্র ভাগ্য মেনে নিতে হয় আতলেতিকোকে।

আতলেতিকো মাদ্রিদকে এগিয়ে দিয়ে ডাভিদ ভিয়ার উচ্ছ্বাস। আতলেতিকো মাদ্রিদকে এগিয়ে দিয়ে ডাভিদ ভিয়ার উচ্ছ্বাস। গোল না পেয়ে হতাশ আতলেতিকো মাদ্রিদের দিয়েগো কস্তা।

 গোল না পেয়ে হতাশ আতলেতিকো মাদ্রিদের দিয়েগো কস্তা। ম্যাচের ১৮ মিনিটে ডাভিদ ভিয়ার গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা।

কিন্তু ম্যাচের ৭১ মিনিটে আতলেতিকোর ডিভেন্ডার হুয়ান ফ্রান্সেসকো প্রতিপক্ষে স্ট্রাইকারকে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি, যা থেকে গোল করেন ইভান রাকিতিচ।

২০ ম্যাচ থেকে বার্সেলোনা ও আতলেতিকোর পয়েন্ট ৫১ হলেও গোল ব্যবধানে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে জেরার্দো মার্তিনোর দল। ৫০ পয়েন্ট নিয়ে রিয়াল প্রায় ধরে ফেলেছে দুই প্রতিদ্বন্দ্বীকে।

গত এক দশক ধরে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাই লা লিগায় রাজত্ব করে আসছে। তবে এ মৌসুমে আর্জেন্টিনার কোচ দিয়েগো সিমেওনের অধীনে আতলেতিকো মাদ্রিদে শিরোপার অন্যতম দাবিদার হয়ে উঠেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন