রবিবার, ৩০ মার্চ, ২০১৪
নারী বিষয়ক মহাজ্ঞানীদের নির্বাচিত ১০টি উক্তি
…………………………………………..সঙগ্রহ:-রুহুল আমীন
১) নারী জাতি যুক্তি বোঝেনা ওরা সর্বক্ষেত্রে কেঁদে জিততে চায়।- রবী ঠাকুর
২)দুনিয়ার সবচেয়ে মস্ত হেয়ালী হচ্ছে মেয়েদের মন।-কাজী নজরুল ইসলাম
৩) নারীর সাহচার্যে একজন পুরুষ চিন্তাশীল ও সচেতন হয়ে নবসমাজ নির্মাণে সুদর্ঢ়ভূমিকা রাখতে পারে।– লেলিন
৪)নারীরা সৌন্দর্যের প্রতীক যেমন তেমনি নিবুদ্ধিতারও প্রতীক।– কনরাডে
৫) কাঁঠালের রস যেমন মিষ্টি নারীও তেমনি মিষ্টি কিন্তুতাকে খেতে গেলে হাতে যে আঠা লাগে তা এতো বিশ্রী যে তা খেতে যাওয়ার আগে সাবধান হতে হয়।- ডেল কাণের্গী
৬) মেয়ে মানুষ চিনেছেন বলে অহংকার করবেন না। কেননা আপনি জানেন না আরএকটি মেয়ে আপনাকে কি শিক্ষা দেবে।- জিলেন বাগেস
৭) চুমু খেলে কোন কোন মেয়ে লাল হয়ে উঠে, কেউ কেউ পুলিশ ডাকে, কেউ কেউ গালাগালি করে উঠে-কেউ কামড়ে দেয়। কিন্তু সবচেয়ে খারাপ তারাই যারা হো হো করে
হেসে উঠৈ-উইলিয়াম বাই
৮)দুষ্ট মেয়ে মানুষের মত অশুভ আর নেই এবং সৎ মেয়ে মানুষের মতো ঈশ্বর আর কিছুসৃষ্টি করতে পারেনি। -ইউরিপডিস
৯) একজন পুরুষ সর্বদায় অর্থ উপার্জনের ধান্ধায় থাকে আর একজন নারী সর্বদায় তার দেহ গঠননিয়ে ব্যস্ত থাকে।–বাটলার
১০) নারী হলো অনবদ্য শিল্প সৃষ্টির প্রধান অনুপ্রেরণা, যুবতীর দেহের ভাজেঁ ভাজেঁ শত শতকবিতা লুকিয়া থাকে।- লুৎফর রহমান সরকার
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন