শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪
সেতুর উপর বসত বাড়ি !
ইতালির Ponte Vecchio সেতুটি ইতালির সব থেকে পুরাতন সেতু গুলির মধ্যে একটি। ধারনা করা হয় এটি রোমান সম্রাজ্যের সময় তৈরি করা হয়েছিল।
১৩৪৫ সালে এক ভয়াবহ বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে সেতুটি পুনঃনির্মান করা হয়। আর তখন থেকেই এই সেতুর উপর বসত বাড়ি বানানো শুরু হয়। তৎকালীন সময়ে এই সেতুতে গড়ে ওঠে কসাই এবং চামড়া ব্যাবসায়িদের দোকান।
কিন্তু পরবর্তিতে ১৫৯৩ সালে Duke Ferdinand এর আদেশে এই সকল কসাই এবং চামড়া ব্যাবসায়িদের সরিয়ে দিয়ে সোনার দোকান বসানো হয়।সেই ১৫৯৩ সাল থেকে এই সেতুটি নতুন এবং ভিন্ন ভিন্ন ডিজাইনের স্বর্নালংকারের দোকানের জন্য বেশ বিখ্যাত।
তবে বর্তমানে স্বর্নের দোকানের পাশে আরো নতুন নতুন দোকান গড়ে উঠেছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Thank you for writing such a great post . Excellent article you have shared here.I really enjoyed to read this blog post.The information you give will prove to be of great value to me, I hope that. It is our wish that you continue to write great articles in such a future.Thanku for sharing the wonderful article
উত্তরমুছুন