বিনোদন
যাদের ঝুলিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-২০১৪
রুহুল আমীন,ঢাকা: রণবীর কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ৫৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-২০১৪। বলিউড জগতের সবচেয়ে বড় সম্মানজনক এই পুরস্কার অর্জন করতেই পুরো একটি বছর খেটে যান তারকারা। পুরস্কার প্রাপ্তরা হাসিমুখেই ফিরেছেন যে যার বাড়িতে অন্যদিকে যারা পাননি তারা ফিরেছেন বেজার মুখে।
এবার সবচেয়ে বেশি পুরস্কার ঘরে তুলেছে ‘ভাগ মিলখা ভাগ, ‘ডি ডে’, ‘লাঞ্চবক্স’ ও ‘আশিকী টু’ ছবিগুলো। ‘রাম-লীলা’ ছবিটির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দীপিকা পাড়ুকোন। শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি কোনো পুরস্কারই পায়নি। ২০১৪ সালের ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্তদের তালিকা দেয়া হল-
সেরা ছবি: ভাগ মিলখা ভাগ
সেরা পরিচালক: রাকেশ ওমপ্রকাশ মেহরা (ভাগ মিলখা ভাগ)
সেরা অভিনেতা: ফারহান আখতার (ভাগ মিলখা ভাগ)
সেরা অভিনেত্রী: দীপিকা পাড়ুকোন (রাম-লীলা)
সেরা পার্শ্ব অভিনেত্রী: সুপ্রিয়া পাঠক কাপুর (রাম-লীলা)
সেরা পার্শ্ব অভিনেতা: নওয়াজ উদ্দিন সিদ্দীকি (লাঞ্চবক্স)
সেরা নবাগত অভিনেতা: ধানুশ (রঞ্জনা)
সেরা নবাগত অভিনেত্রী: ভানি কাপুর (শুদ্ধ দেশী রোমান্স)
সেরা নবাগত পরিচালক: রিতেশ বাত্রা (লাঞ্চবক্স)
সেরা অভিনেতা (সমালোচক) : রাজকুমার রাও (শহীদ)
সেরা অভিনেত্রী (সমালোচক): শিল্পা শুক্লা (বি এ পাস)
সেরা ছবি (সমালোচক): (লাঞ্চবক্স)
আজীবন সম্মাননা পুরস্কার: তনুজা
আর ডি বর্মন অ্যাওয়ার্ড: সিদ্ধার্থ মহাদেব
সেরা সংগীত: মিঠুন, অঙ্কিত তিওয়ারি, জিত গাঙ্গুলী (আশিকী টু)
সেরা প্লেব্যাক গায়ক: অরিজিত সিং (তুম হি হো- আশিকী টু)
সেরা প্লেব্যাক গায়িকা: মোনালি ঠাকুর (সাওয়ার- লুটেরা)
সেরা লিরিকস: প্রসুন জোশি (জিন্দা-ভাগ মিলখা ভাগ)
সেরা অ্যাকশন: থমাস স্টুথারস ও গুরু বচ্চন (ডি ডে)
সেরা ব্যকগ্রাউন্ড স্কোর: হিতেশ সোনিক (কাই পো চে)
সেরা কোরিওগ্রাফি: সামির ও অর্শ তান্না (লাহু মু লাগ গায়া- রাম-লীলা)
সেরা সিনেমাটোগ্রাফি: কমলাজিৎ নেগাই (মাদ্রাজ ক্যাফে)
সেরা কস্টিউম: দোলি আহলুয়ালিয়া ( ভাগ মিলখা ভাগ)
সেরা ডায়ালগ: সুভাষ কাপুর (জলি এলএলবি)
সেরা সম্পাদনা: আরিফ শেখ (ডি ডে)
সেরা প্রোডাকশন ডিজাইন: অ্যাক্রোপোলিস ডিজাইন(ভাগ মিলখা ভাগ)
সেরা গল্প: সুভাষ কাপুর ( জলি এলএলবি)
সেরা শব্দ পরিকল্পনা: বিশ্বদ্বীপ চ্যাটার্জি ও নোহার রজন সামাল (মাদ্রাজ ক্যাফে)
সেরা চিত্রনাট্য: চেতন ভগত, অভিশে কাপুর, সুপ্রাটিক সেন ও পুবালি চৌধুরী (কাই পো চে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন